অনেক আশার চাঁদর
গায়ে জড়িয়ে
ঠান্ডা এই স্তব্ধতায়
অপেক্ষায় বসে ছিলাম
মনে করেছিলাম
প্রয়োজন জীবনের তাগিদে
প্রয়োজন আত্মার সান্নিধ্য


কিন্তু,
অজস্র দ্বিধা আর তিক্ত নিরবতা
যেন ভুল ভেংগে দিল


আজ আমি দ্বিধান্নিত , হতভম্ব
অজস্র বক্তব্যের আড়ালে
যা লুকায়িত
তা আজ বোধগম্য


প্রয়োজন যখন এক পাক্ষিক
স্তব্ধ তখন সময়কাল
অপ্রয়োজন তখন এসমস্ত ভাবাবেগ
অপ্রয়োজন তখন এসমস্ত প্রয়োজনিয়তা