পনেরটি বছর কেটে গেল
অথচ
সেই স্বত্ত্বার চিন্তা- চেতনায় আজও সেই সময়ের এক কলংকিত অধ্যায় নাঁড়া দেয়


সময় হতে পারে কোনও পরিমাপ ব্যাপ্তি নয়
তবে, হৃদয়ের উপলব্ধি যদি পরিমাপ করা যেত
এত আশংকা , এত দ্বিধা
কোথায় কবে উবে যেত
চিরতরে


কষ্ট হয়
অবাক হয়ে হৃদয় অনির্দিষ্টের দিকে
তাকিয়ে থাকে;
আকাশে এত তারা
অথচ, ভালবাসার আলো কোন সুদূর
কালো গহ্বরে যেন লুকিয়ে রয়েছে

সেদিনের সেই অপ্রত্যাশিত হীনকায়
এক বিবেকহীন, মনুষত্যবোধহীন নারীর সাথে তুলনা?
সেদিনের সেই পার্থিব আলোয় ভাসমান ক্ষণসহায়ী সস্তা আবেগে
ভেসে যাওয়া
এক প্রতারকের আচরণের ছায়াতলে
এই অনুভূতির - এই স্বত্ত্বার বিচার-বিবেচনা?


হা! হা! হা!
পৃথিবী,
আর কত অদ্ভূত পরীক্ষায়
নিয়োজিত হতে হবে?


আজ বিবেক যদি বেঁচে থাকত
তবে ন্যূনতম ক্ষুদ্র বালুকার অভাব
হৃদয়কে তোলপাড় করে যেত
অপারগতায় যেন ভেসে ভেসে
গতি হারিয়ে ফেলেছে


হিংস্রতা হিংস্র হায়েনাকে মানায়
তেমনি বিবেকহীনতা
বিবেকহীন প্রতারক ক্ষণিক আবেগে উন্মত্ত নারী-পুরুষের ভূষণ
৯ই জানুয়ারী ২০১৬