উন্মাদনা কখনও শেষ হয়না
যার গভীরতা সমুদ্রের সাদা ফেনায়
ভেসে ভেসে ভেসেই যায়
যার আন্তরিকতা অতল গভীরে
ডুব দিতে ভয় পায়
যার মনের আঙ্গিনায় বিভিন্ন কিন্নর নারীর
সুমধুর কন্ঠ আর আল্লাদি ভেসে বেড়ায়
অথচ, ভালবাসার আলোতে উজ্জীবিত
হতে হতে নিভু নিভু করে
অতি সহজেই গঠনমালা পরিবর্তিত হয়ে যায়
অতি দ্রুত বিশ্বের ললনাদের হাত ধরে পথে হেঁটে যায়


সেই সে উন্মাদ
কখনও বক্তব্যহীনভাবে হীনকায় আচরণে
প্রসিদ্ধ সুপুরুষ হতে যায়
আবার কখনও বা উর্বর মস্তিষকের ভারসাম্যহীনতা
ব্যাপক্ভাবে ব্যাখ্যা করতে চায়
যা মিথ্যা আর দুর্বল চিত্তের কিছু
অসংলগ্ন পিপাসা ব্যতীত আর কিছুই নয়


১৬ ই জুন, ২০১৭