হিন্দু-বৌদ্ধ কিবা খ্রীস্টান,
তারাও মানুষ যারা মুসলমান।


জন্মেছি মানুষ- এই মানুষের ভবে,
রুপেই মানুষ- মানুষ হবো কবে?


ধর্মই যদি হয় আমাদের সব,
সৃষ্টিই যদি সব, করে থাকেন রব,
তবে মারছি কাদের মোরা?


স্রষ্টার সৃষ্টির গায়ে দিয়ে হাত-
উল্লাসে ফেটে পড়ি, করে রক্ত প্রপাত।
সত্যিই মানুষ? নাকি গাধা-ঘোড়া?


ধর্ম যদি হয়- অহিংসার পথ,
মেনে নিতে শিখো আগে- অন্যের মত।


খুনোখুনি, রাহাজানি, মানবসৃষ্ট হয়রানি -
ধর্মই হোক মনুষ্যত্বের শিরোমণি।


স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসলেই তবে,
ভালোবাসা পাবে তার, প্রিয় তার হবে।