দুটো সত্ত্বা মিশে গেলে নবজন্ম
প্রিয় আয়নায় দেখে প্রতিবিম্ব
একের ভিতর দুই অস্তিত্বের ঝংকার
প্রিয় অনুভবে সাজাই আমাকে আবার ---


যত অন্ধকার দাগ মুছে ফেলি
বিশ্বস্ততার চাঁদ হাতে তুলে দিই
আত্মতুষ্টির ছলনায় মজে যাই, অন্ধের মতো ---
ঢেকে রাখি দুঃসহ স্মৃতির যন্ত্রণা


আত্মনিবেদনে পূর্ণতার স্বাদ যেন
চরম প্রাপ্তি এই অনুভবে নিরন্তর কালক্ষয়