কতবার ভেবেছি ভেঙে জল করি
মিথ্যের দেয়ালে যত আঁকি বুকি টান---
একচ্ছত্র হাওয়ায় উদ্দাম ঘূর্ণি জাগে
ভিতরের চোরা স্রোত বেয়ে ধ্বনিত হয়
চোখ গেল ডাক ; সন্ধ্যার আকাশ জুড়ে
গোধূলির উন্মত্ত রক্তিম   স্মৃতিরা
তোমার জলছবির মধ্যে ঘুমিয়ে থাকে


ঘৃণার আগুনে পুড়ে যায় ঠুনকো নীতিবোধ
ভালবাসাও নিজস্ব পরিচয় হারায়
ভয়ংকর সমুদ্র গর্জনের ভিতর থেকে বের হয়
অদেখা অতৃপ্ত এক ভয়ংকর দানব
হিংসার শানিত অস্ত্রে হাত রেখে
আবেগের মশালে পোড়ায় সভ্যতা।