জীবনের অতীত মর্মকথা ভাঁজ হলে
ভেঙে যায় যেন ঝরাপাতা---
বর্তমানের আবহ সংগীতে তার সুর
ম্রিয়মান হয়ে দোল খায় মেঘের ছায়ায়


তারাদের মতো একদিন জ্বলেছিল স্বপ্রতিভ,
দীনহীন হয়ে আপনার অন্ধকারে
সলজ্জ মুদিত নয়ন, মিশে যায় অবসাদে---
আশার তিমিরে অগণিত নক্ষত্রের ভিতর


অকিঞ্চিৎ অপ্রত্যাশিত মুহূর্তগুলো
যন্ত্রণার আগুনে জ্বলে দুর্নিবার