সারাদিনের ক্লান্তি মেখে দিনের শেষে
প্রতিদিন ফিরে আসি নিজের কাছে
‍একাকী বসি নির্জনে সংগোপনে
কৌতুহলে চেয়ে থাকি মুখোমুখি ---


ক্ষুধিত জিজ্ঞাসারা নিরন্তর জাগ্রত ---
প্রশ্নবাণে বিদ্ধ করে ; কেন এই আয়োজন
এই কালক্ষেপ যেন বৃথা মনে হয়,
সৃষ্টির গোপন রহস্য ঘিরে
প্রতিক্ষণ দায়বদ্ধতায় মজে থাকা
কোন এক অমোঘ টান বুঝি - - -
কালচক্রে বেঁধে রাখা অবিচ্ছেদ্য মোহজাল যেন - -
অতৃপ্তির গভীরটানে দিশাহারা
অন্তহীন জীবনবোধ ।