ইচ্ছে থাকলেও নিরুপায় ; পোষাক বদলে - -
কেবলি রঙের বাহার ছোটে
ভিতরের রক্ত মাংস মজ্জা একই থাকে


মুহূর্তের দুরন্ত প্রতিঘাতে
ইচ্ছার ফুল জমে বরফ পাথর হয়
বিশ্বাসের খেলনা পুতুল কিনে
ঘর সাজানো, শোভা বর্ধন করা, রীতি - - -
সততার সহজ জলের গড়াগড়ি - - -
পথ ভেজায়, ভদ্রতা নষ্ট করে


আগুনে হাত রাখা দুরন্ত মুহূর্তগুলো
লুপ্তপ্রায় স্মৃতি হয়ে ঝোলে


প্রয়োজনের দাসের হাতে শৃঙ্খলিত সময় যেন - - -
খোলকের শামুক জীবন পায়
হিসাবের বন্ধনীতে কিছু সমাধান অসমাপ্ত থাকে
রাতের অন্ধকারে তার প্রতিধ্বনি হয়