ব্যর্থতার অসংখ্য সমাধি পরে
আমৃত্যু সংগ্রাম, সার্থকতার বীজ বুনে
প্রতিদিন গড়ে তোলে আলস্যের বৈভব ;
চারিদিকে সৃজনশীলতার নৈরাজ্য জুড়ে
অতৃপ্তির গভীরটানে দিশাহারা জীবনবোধ
আরো আরো কিছুর সন্ধানে ক্লান্তিহীন
রেখে যায় জন্মদাগ, অন্ধকার খুঁড়ে
সমস্ত নিশ্চয়তার গভীরে ডুব দেয় ---


সহজ সরল করে গড়ে দিতে
জীবনের গভীরে জীবনকে তুচ্ছ করে
অবিনশ্বরতার সাধনায় নশ্বরতায় হারায়,


আগুনের সমাধিতে সব ক্লান্তি ছুঁড়ে ফেলে
অপূর্ণতার চোরা ক্ষত বুকে নিয়ে
ফিরে যায় অবশেষে নিঃশেষের দেশে।