অপ্রয়োজনের প্রয়োজন  হয়ে কেমন করে
এই অন্ধকার ঘর জুড়ে তোর যাতায়াত - -


একটাই দরজা খোলা প্রবেশদ্বার
বাইরে আলোর কোনো শিখা
এই সীমাবদ্ধতা পেরতে অক্ষম


তোর চোখে ছুঁড়ে দিই---
বাহির জীবনের আলোকিত জল, তবুও
আড়ষ্টতার ঘোর স্বপ্ন-জাল ছিঁড়ে
আলাদা কোনো নিরাপত্তা নেই - -


অসুখের সুখ পুষে রাখিস, দুঃসহ ষন্ত্রনায় গাঁথা
গোপনচারী কিছু মৃত্যু কথা