সামনে দিয়ে চলে গেছে
নিজস্ব ঠিকানায়

পিছন থেকে দেখে নিই প্রয়োজনীয়তা

অনেক কাঁটা ঝোপ ছেঁটে
ক্লান্তির ঘাম মুছে ফেলি
ছিটানো রক্তের দাগ থেকে
দেখে নিই অস্তিত্ব

বন্ধুর মুহূর্ত থেকে তুলে আনি
রপ্ত অভিজ্ঞতা

সময়ের নিরিখে গড়া বিশ্বাসের পান্ডুলিপি
তুলে দিই আগামীর হাতে