প্রাপ্তির নেশায় অন্ধ হয়ে
মাধ্যম ছুঁয়ে বিনিময় প্রত্যাশার


শিকড় বিছানো কাঁটা গুল্ম
প্রতিক্ষণ আড়াল রাখে সূর্য


অযৌক্তিক ভেদ রেখায়
অদৃশ্য থাকে মরণ ফাঁদ, তবুও - - -
উষ্ণতায় বরফ গলে যখন
স্নিগ্ধতার সাময়িক প্রশান্তিতে
এই হাওয়া বদল, মনে হয় - - -
নিবেদিত এই অন্ধকার
সব যেন অকালের ভুল