বাতাসকে বধির করে
ভয়ংকর সমুদ্র গর্জনের ভিতর
নিঃশব্দ ছুঁয়ে আছি---


ঝড়ের দাপট যে মেখেছিল
বরফে জমেছে তার ভবিষ্যৎ


প্রলাপের গভীরে প্রতিদিন জমা হয়
বুমেরাং হওয়া ব্যর্থ অভিশাপ


ন্যায় নীতিবোধের সুড়সুড়িতে
এখনও দিবাস্বপ্ন দেখতে ভালো লাগে - -


বাস্তবের কঠিন মাটিতে বসে যায়
কর্ণের রথের চাকা ; জেনেও এখনো
জারজ সময় ধরে সময়ের অন্ধেরা
আজও আগামীর দিশা হয়ে দাঁড়ায়