বিমূর্ত চেতনায় আছি বলে
অস্তিত্বের সংগ্রাম থেকে অনেক দূরে--
কোন প্রলোভনের ফাঁদ ছিঁড়ে
অকপট বিশ্বাসে হেঁটে যেতে পারি


মিথ্যের চাদরে শোভিত মায়া
বড় বিসদৃশ্য মনে হয়, তবুও - -
দায়বদ্ধ কিছু ঋণ কাঁধে নিয়ে
বার বার ফিরে আসি চরাচরে


নশ্বর বোধের গভীরে অনিকেত
বসে থাকি, নির্লিপ্ত আঁধার ঘিরে ---
মোহময় বিষাদের ঘোর লেগে থাকে
অর্থহীন, জীবন যেন ঝরাপাতা মনে হয়