আলোক অন্ধকার যেখানেই তাকাই
এক অশীরী অস্তিত্বের অবিরত আনাগোনা
জাগরণ-নিদ্রায় চেতন-অবচেতনে সর্বত্র
তার বিরামহীনতায় আত্মপ্রকাশের ঝড় ;
তাকে ঈশ্বর বলে কেউ ভাবে না কখনো
অথচ এই জীবনে জীবন জড়ানো
ভিতরে তার জাগ্রত উন্মাদনা ,
সব শিল্প তার স্পর্শে পেয়ে যায় প্রাণ।


কি এক অমোঘ জাদু বলে
প্রতিমুহূর্তে পাল্টে দেয় দৃশ্যমানতা,
পুরাতন স্মৃতির উপর গড়ে তোলে-
আলাদা অস্তিত্বের ভিন্ন অবয়ব ;


যেদিন আমরা কেউ থাকবো না
সেদিনও তার আধিপত্য কায়েম করে
জাহির করবে আপন অস্তিত্ব।।