বেনামী একখানা উর্বর জমি
মাটি দখলের লড়াইয়ে তার নাম নেই
বার বার চাষ পড়ে বেনামে
আগাছা জন্মায় মরে
স্বপ্নের ফসল বুদবুদ হয়ে মেশে হাওয়ায়
মাঝে মাঝে জমিটার বুক জুড়ে
আগুন জ্বলে দাবানলে
জমি পোড়ে ছাই হয়
আগুন নেভে অন্ধকারে
নির্বাক চোখের সামনে জ্বলে যায়
একটার পর একটা জমি
আদিম অন্ধকারে জ্বলে ওঠা
এই আগুন গ্রাস করে
সময়ে উৎপন্ন হওয়া সবুজ ফসল ।।