স্বপ্নের মধ্যে ঘুমিয়ে থাকা ইচ্ছে
যখন বাস্তবের মাটিতে পা রাখল
আলোর ঢেউয়ে নেচে উঠল মধ্য-যামিনী ।


খুশির মত্ততায় ডানা মেলে
প্রভাতি আলোর সূর্য
আগমনী সুর বাজালো বাতাসে ,
তার ঢেউয়ে কাঁপল দিগদিগন্ত;
প্রতিদিনের মতো প্রাণ উন্মাদনা নিয়ে
এক একটা নতুন  আলোকিত বছর
নেচে উঠুক আনন্দময়ী হয়ে ।
যে অমৃততরঙ্গিনীর ভিতর
তোমার বিস্তৃত সময়
সম্মোহিত  লালিত্যে মিশে থাকে
তা যেন নতুন সকাল হয় আর
বার বার ফিরে আসুক
তোমার জন্মদিন হয়ে-
বেঁচে থাক  আলোর অভিযানে ॥