কুশলী সন্ত্রাস যখন ভালবেসে সংগোপনে
প্রশ্রয়ের মাথায় গিয়ে বসে, আর - -
কৌতুহলের দরজায় ওৎ পেতে থাকে,
পালে একটু হাওয়া  পেলেই খুলে যায়
ইচ্ছার নিষিদ্ধ দরজা।


কিছু বিকৃত রঙীন বাসনা
স্বপ্নপরীর ডানায় ভর করে ওড়ে - -


সরল ইচ্ছেরা নেশাগ্রস্ত হলেই
নিজের অজান্তে দাঁড়ায় সীমারেখায়;


বিকারগ্রস্ত নীল অন্ধকারের ভিতর
নিরুপায় এক লোলুপ আগ্রাসন - - -


নিদারুণ অবসাদে মৃত্যুর ফাঁদ পাতে।।