প্রতিদিন দেখা হয়, ক্লান্তিহীন কেটেছে
আমার স্বপ্নের ছেলেবেলা।


ছোটো ছেলে-মেয়েরা ভীড় করে
সকালে বিকালে খেলার জন্য ;
বটগাছটার ঝুরি ধরে দোল খায়
গাছটার তলায় সারাদিন কচিকাঁচাদের ভীড়।
রোদের সময় ছায়া দেয়, আর
বৃষ্টির দিনে মাথার ছাতা হয়ে দাঁড়ায়।
গাছটির মগডালে পাখিদের বাসা
কত মানুষ পশুপাখিদের ভীড়।


সারাদিন কত উৎপাত শুরু করে, তবু
বটগাছটির কোন ক্লান্তি নেই।
কত দুর্যোগ ঝড় বৃষ্টির সাক্ষী হয়ে
গাছটা এখন দাঁড়িয়ে আছে।


সন্ধ্যা নামলে বয়ষ্কদের আসর বসে
চলে নানান গল্পের মজলিস।
রাত গভীর হলে বটতলা থেকে
ভেসে আসে শিয়ালের ডাক।
গাছটির সারাদিনের দায়িত্ব কথা
ভাবতে ভাবতে নিজের অজান্তে -
খুব ক্লান্ত হয়ে পড়লে
বাবার কথা খুব মনে পড়ে।