না পাওয়ার যন্ত্রনায় অস্থির হয়ে
ভিতরে ভিতরে ছটফট করতো,
কতদিন দেখেনি - - -


বুকের ভিতর একরাশ শূন্যতা
নিরাশ অন্ধকার জমিয়ে
পাথর হয়ে বসেছিল।


উদ্দাম হাসি খুশির ছেলেটি
হয়ে উঠলো নিদারুণ আত্মকেন্দ্রিক।


রাতের স্বপ্নে ঈপ্সিত বাসনার ভিতর
তার ছিল নিত্য আসা-যাওয়া।


ইচ্ছেরা মনের দরজায় কড়া নাড়লে
ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠতো - -


একরাতের গভীরে বিষন্ন অন্ধকারে
ছেলেটির ঘুম ভেঙ্গে গেল
"আমি আসছি, আমি আসছি" বলে - -


দরজাটা খুলে বাইরে এসে
গভীর অন্ধকারে মিশে গেল।


কেউ জানালো না, কেন--
ছেলেটি কোথায় গেল!