একপা একপা করে একক পেরিয়ে
দশকে হেঁটেছি কত---
দশক পেরিয়ে যেই তোমাকে ছুঁলাম
শুধু বললে, কিবা আছে এর দাম!
আঁকা বাঁকা পথ কত বন্ধুর
তবু উচ্ছ্বাসে হেঁটে যাই
আশা নিয়ে, গুনগান গাই বন্ধু` র।
এ কেবল সীমা থেকে অসীমের পথে
অবিরত হেঁটে চলা - -
কোথায় কখন কিভাবে থামবো
যায় নাতো কিছু বলা।
পথের টানেই পথ চলা শুধু
পথে নিই বিশ্রাম
যতদূর সম্ভব স্মৃতি হাতড়াই
সাগর তটে লিখেছি যে নাম।