. কোনোদিন দেখা হয়নি
ভবিষ্যতই জানে শেষ দৃশ্যটা কি ;


শব্দের বাঁধনে বেঁধে
হৃদয় বীণায় তুলেছি ঝংকার।
মুখের কোন কথা নয়
শুধু শব্দে শব্দে পরিচয়,
অনন্ত উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে
নিজেরা গড়েছে সংসার।


কি এক গভীর মায়া জালে
শব্দেরা হয়ে ওঠে আবেগপ্রবণ, মোহময়!


এমনি বিনিদ্র রজনী ঘিরে
বসে আছে অতন্দ্র প্রহরী, যেন -
বুকে তার নিস্তব্ধতার বিপ্লব।
ভিতরে ভিতরে আগুন দহন
বোবা ব্যথায় পোড়ে মন
তবু নির্বাক আমি চেয়ে থাকি
প্রতীক্ষাই যে আমার জীবন॥