নিশাচরের ডানায় ভর করে
সমাচ্ছন্ন চেতনার গভীরে
রাত নামে।


কিছু বেওয়ারিশ ভাবনা
নির্ভীক হেঁটে যায়
চোরা গলির পথ ধরে ।


বিধ্বস্ত ক্লান্তির আঁধারে
করাল দাঁত বের করে
গিলে খেয়ে নেয়
সময়ের অরক্ষিত ফুল ।


বাতাসে ভেসে বেড়ানো
অতৃপ্ত আত্মারা
কঠোর বিদ্রোহে ভাঙে আর
টুকরো টুকরো করে
প্রগাঢ় আঁধার।


রাতের গোপন আঁতাতে
অন্ধকার চেতনারা
নিজেকে বাজি রাখে
আলোকিত সময়ের উজানে ।