কোথায় লুকোবে নিজেকে।
যেখানেই যাও
ছায়ার মতো নিস্তব্ধতায়
তোমার সমস্ত চেতনার শরীরে-
আমি অব্যক্ত রোমাঞ্চকর অনুভূতি।
এক মুহূর্তের নিঃস্তব্ধতায় পলক ফেললে
দেখতে পাবে আমাকে,
শুনতে পাবে অবিরাম পতনের শব্দ।
তুমি যেখানেই যাও
ক্ষুধার্ত নেকড়ের লোলুপ চাহনিতে-
দেখতে পাবে অক্টোপাসের বাহুবন্ধন
তোমাকে আমৃত্যু ঘিরে আছি।