সন্ধ্যা রঙের সেই মেয়েটি
আবার এসে দাঁড়ায়
অপেক্ষার সুজন বাতাসে।
আকাশে মেঘ জমলে
বিদ্যুতের ঝলকানি দেখলে
ভিতরের অস্থিরতায় - -
প্রাণের গোপন জোয়ার আসে ;
অবাধ্য মনময়ূরী নেচে উঠলে
সান্ধ্য বারান্দায় গিয়ে বসে।


কত আগুন ঝড়
নখরে ছিঁড়েছে তাকে, তবুও - -
উদ্দাম কৌতুহলী ইচ্ছেরা
স্থিতিশীল হবে বলে
আগুনে পুড়ে মরার
অপ্রত্যাশিত বাসনায়
বিবেকের বিষ ঢালে ।


মেয়েটি অতীতচারী হয়
আকাশের পানে চেয়ে চেয়ে
হঠাৎ উদাসীন হয়ে যায়।