এক শতাব্দীর স্থিতিশীল অনুভব ভেদ করে
একটা নামই প্রকট - উজ্জ্বল,
হয়তো আসাম কিংবা গুজরাত পাশে, তবু - - -
অনেক বেশি আবেদনময়ী কেরল,


ধ্বংসের বিজয় নিশান হাতে নিয়ে
নির্ভীক আজ, সম্মুখে সমুদ্যত
বুক জুড়ে তার ম়ৃত্য-মিছিল
শরীরে সজ্জিত অসংখ্য ক্ষত ।


অসহায় মানুষ হারিয়েছে হুঁশ
জেনেছে প্রকৃতির রোষ
অথৈ পাথারে মরেছে কাতারে
ভেবেছে ভাগ্যদোষ ॥


খেয়ালী প্রকৃতির ভীষণ দাপটে
জীবনটা তুচ্ছ কত
এক মুহূর্তে সব মুছে দেয়
উড়ে যাওয়া ধুলোর মতো।