বাতাসে অনিদ্রার ক্লান্তি ছড়িয়ে
কর্কশ কন্ঠে উড়ে গেল
এক ঝাঁক কাক।
চারিদিকে ভীষণ অস্থিরতা
প্রতীক্ষিত সময়,
রাত্রির গভীরতা ভেদ করে
কি যেন স্পষ্ট হয়।
বুকের অন্ধকারে মুখ লুকানো
অতৃপ্ত রাত্রির কান্না
কুয়াশায় ঢাকা পড়ে।
বসন্তের উজ্জ্বল দিনগুলি
চলে গেছে স্বপ্নের মতো,
তবু ভ্রান্ত প্রভাতের ধারণায়
কাকের ম্লান কন্ঠস্বর ভেসে আসে
রাত্রির গভীর অন্ধকারে।