খাঁচা ভেঙে উড়িয়ে দিলাম
যা ,ইচ্ছে মতো খুঁটে খা,
নিজের ঘর সংসার
এবার  দেখে নে
বাধা নিষেধের গন্ডীর বাইরে
পছন্দ মতো-
সাজা তোর নিজস্ব ভুবন ।
বদ্ধ খাঁচার তিক্ত স্মৃতি
চেনা  মায়ায় ঘেরা
পরিচিত খাঁচার শিক্
প্রিয় দানাপানি, পাত্র
বসে থাকার  দাঁড়
এসব ভুলে যা,--
তোর জন্য  পুষে রাখা
মিথ্যা মায়া জড়ানো ভালবাসা ভুলে
তুই এখন যা
ইচ্ছে মতো খুঁটে খা ॥