আজ বাংলা মায়ের আকাশে বাতাসে
গুঞ্জনে গোপনে চিৎকারে ফিসফাসে
শুধু রক্তের গন্ধ ; রক্ত চাই,রক্ত নাও শ্লোগান-হুংকার ।
রক্তস্নানে রঞ্জিত রাজপথ আবহে, -ক্ষন অপেক্ষার ।
রক্ত ঝরেছে ঝরছে ঝরবে আরো
যেন অশনি-সংকেত আর শনির গেরো
নির্বিকার অত্যাচারীর স্বেচ্ছাচারী গুলির উৎসব ।
নির্বিচারে রক্ত পিয়ে হয়ে উঠে রক্ত-খেকো দানব ।
লাশ পড়ছে আরো লাশের পতনধ্বনি কান পেতে শুনি ;
লাশের কাতারে রক্তসাগরে শিহরিত,ভীত-ব্যথিত চাহনি ।
অন্ধ অনুসরন নির্বোধ বিবেচনার ফল
ভাইয়ের রক্তে রাঙ্গা ভাইয়ের হস্তকোমল ।
ভ্যাম্পায়ার-হায়েনার দল সদা অতৃপ্ত
রক্ত চাই রক্ত চাই আরো রক্ত ।
রক্তপিপাসুর অভিলাষ নির্মল বাতাস বিষাক্ত করে তোলা
রক্তনেশায় ভায়ে-ভায়ে বিপজ্জনক খেলা
রক্তের স্বাদ আস্বাদনে রক্তে-রক্তে রক্তারক্তি কান্ড !
শোসকের সাধ তবেই পূরন, যবে বাতাসে রক্ত-লাশের দুর্গন্ধ ।


_________#########______