আমি তোমাদের আশে পাশেই থাকি,
দেখতে পাওনা কখনো?
আমার রং নেই ছায়া নেই ছোঁয়া নেই,
জীবনে একবার আসি, বারবার আসি না।
রাগ করে কেউ কেউ আমাকে ডাকো, সাড়া দেই না।
সময়ের নির্দেশে আগমন দুয়ারে, ফিরি না খালি হাতে।


বেমালুম ভুুলে যাও আমাকে,
খেয়ালখুশি মতো চলো, পরোয়া করো না কিছু।
ভোগ বিলাসে ভাসাও দেহ মন প্রাণ।
জানি, বড্ড ভয়ও পাও আমাকে;
পাশ কাটাতে কতো ফন্দিফিকির আঁটো?
অথচ, কাজে-কর্মে গড্ডালিকা প্রবাহ।


মনুষ্য জাতির অসীম চাহিদা,
শুরু আছে, শেষ নেই;
শুধু খাই খাই, চাই চাই, নাই নাই।
যে পায়, সে আরো চায়;
যার কিছু নাই, তার আর পাওয়া হয় না;
ভুলে থাকো নিরন্তর আমাকে ধরিত্রীর মায়াজালে।


অথচ, আমি সত্য, আমি নির্মম, আমি অনিবার্য।
আমি আছি, ছিলাম, থাকবো।
এড়াতে পারে নি কেউ, এড়াতে পারবে না কেউ;
তোমাদের পূর্বসূরিগণ কি এখনো বিরাজমান?
তারা কি করেনি আত্মসমর্পণ আমার কাছে?
আমি আসবোই; আমার জন্য প্রস্তুতি আছে তো?


ক'ছটাক চালের ভাত লাগে দিনে তোমার?
ক'ফোঁটা ঔষধ লাগে মাসে তোমার?
ক'টা পোশাক লাগে বছরে তোমার?
ক'খানা বাড়ি গাড়ি লাগে জীবনে তোমার?
ক'জনা নারী লাগে এক জনমে তোমার?
হে মানব, অল্পতে মেটাও চাহিদা;
চাহিদার শেষ যেখানে, মুক্তির শুরু সেখানে।



মালি (আফ্রিকা)
ইউএন শান্তি মিশন
০৩/০২/২০১৭ খ্রিঃ।