গভীর রাতের আরাধনায়. মগ্ন আমি,
এসেছি তোমার দুয়ারে অন্ধকারে,
বড্ড ভালবেসে ফেলেছি তোমায়।
নিরেট অন্ধকার, চোখে দেখ্ছি না কিছু।
ডাকার মতো ডাকতে পারছি না আমি;
সাড়া দাওনা, অভিমানী তুমি, খুব বেশি বন্ধু।


চাঁদটা ঢলে পড়েছে,
তারা গুলো ক্লান্ত, মিটমিট করে জ্বলছে;
কেউ কেউ হয়তো ঘুমিয়ে পড়েছে,
কেউবা আমার সাথে প্রতিযোগিতায় নেমেছে,
আমি পারলাম না, জেগে জেগে তোমায় ভাবছি শুধু-
আর সয়ে সয়ে আঁখি মুদছি।


পৃথিবী যখন ঘুমোয় আমি তখন তোমার দ্বারে,
এতো পাগোল পাগোল লাগে তোমার জন্য!
ঘুমোতে পারলাম না, বুকে নিকষণ হয়-
স্বপ্ন দেখে ধড়ফড়িয়ে উঠি,
সফেদ পোষাকে তোমার দরবারে হই হাজির,
বুকে দাও ঠাঁই, অন্তরে মিলাও প্রশান্তি।


জানি, এ সময় তুমি খুব কাছাকাছি থাকো,
ভেবোনা, সে আমার অজানা নয়-
লুকিয়ে লুকিয়ে অন্তরাল থেকে দেখি তোমায়।
হাতে নিয়ে শতো গোলাপ, বুকে বয়ে নিদারুণ যন্ত্রণা;
তবু, মুখে আছে প্রেম বাণী-ছন্দ কবিতা;
আর তোমার শেখানো সে অমিয়বাণী।


তোমার দরবারে মাথা ঠুকরে এলাম,
কপাল রক্তাক্ত হলো, সাড়া পেলাম না।
একদিন কোলে তুলে নিবে, ফেরাতে পারবে না;
মায়ার বাঁধনে বাঁধবে আমায়।
তুমি যে অসীম মায়াবী জেনে গেছি আমি,
তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অপেক্ষায় বন্ধু!


তোমার ঋণে আবদ্ধ আমি,
তোমার ভালবাসায় সিক্ত আমি,
তোমার প্রেমে মুগ্ধ আমি প্রিয়বরেষু।
তোমার আলিঙ্গনের অপেক্ষায় আমি।
তোমার সৃষ্টিতে মুগ্ধ আমি, শুকরিয়া বন্ধু।
তোমার চরণে মিলাও ঠাঁই, গভীর রজনিতে।



মালি (আফ্রিকা)
পুলিশ সুপার
ইউএন শান্তি মিিশন
২৩/০২/২০১৭ খ্রিঃ।