আমি ড্রাইভার, আমার মত আমি চালামু
তুমি বলার কে বাপু
রাস্তা তোমার বাপের, ট্যাক্স আমি দেই না?
আমার বায়না রাখতেই হইবো
নইলে রাস্তায় ডলা বাড়ায়া দিমু
তখন বুঝবা ঠেলা! আমি কি মাল!


কোনেভাবেই বাগে আনা যাচ্ছ না তাদের
মানুষ খুনের নিত্য নূতন আবদার
আদলতকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় আইন অমান্য করে
কথা থাকলে আদালতে যাও বাছা, ধর্মঘট কেনো,
গোয়ার্তুমি আর বেপরোয়া গতি চায় ওরা
স্বাধীন দেশে পরাধীন মনোবৃত্তি।


ইচ্ছে মতো, বেপরোয়া গতিতে চালায় গাড়ি
পত্রিকার খুললেই সড়ক দুর্ঘটনার খবর
ঈদের সময় মৃত্যুর মিছিল পথে পথে
পৃথিবীর কোথাও এমনটা ঘটে না
আর কতো মুখ বুজে থাকা যায়
একটা বিহিত হওয়া দরকার।


ট্রাফিক পুলিশ মেরে রাস্তায় ফেলে রাখে
দায়িত্বরত সার্জেন্টকে পিশে দেয় সবার সমুখে
নারী শিশু বৃদ্ধ অন্ধ, কেউ নয় নিরাপদ এদের হাতে
'কুচপরওয়া নেহি' ভাব সকল কাজ কারবারে
কারা ইন্ধন যোগায়, কিছু কুলাঙ্গারের সর্মথন ছাড়া-
ধর্মঘট করার সাহস পায় কেথায় এরা?


জনগণ তো আগেই ছিল জিম্মি, মালিক কর্মচারী পর্যন্ত-
কয় দিন জিম্মি করে পেট চালাবা বাপু,
মানুষ মারার জরিমানা হাজার টাকায় সীমাবদ্ধ-
কোনোমতেই হতে পারে না স্বাধীন সার্বভৌম দেশে।
কঠোর হস্তে নিয়ন্ত্রণ দরকার অসৎ দুষ্ট নচ্ছারদের,
আর কোনো ছাড় নয় কুৎসিত পাপিষ্ঠদের।



পুলিশ সুপার (কমান্ডার)
ইউএন শান্তি মিশন
মালি (আফ্রিকা)
০১/০৩/২০১৭ খ্রিঃ।