একদিন যে ছিল সংসারের হর্তাকর্তা
আজ, দিন কাটে তার নিভৃত বৃদ্ধাশ্রমে
নেয় না খরব কেউ, দেয় না ভালবাসার ছোঁয়া
সময় কাটে কেবলি মৃত্যু যন্ত্রণা ভেবে।
সন্তান পরিজন আপনজন- সবাই হলো পর
ভালবাসা পালিয়ে গেলো অমাবস্যার ঘোর অন্ধকারে
ঠুনকো হয়ে গেলো সে সাধের জীবন।


কতো কষ্ট করে মানুষ করলাম
কতো যন্ত্রণা সয়ে দিন কাটালাম
ভুলে গেলি শৈশব কৈশোর যুব জীবন
মনো জগতে এক লহমায় আকাশ পাতাল পরিবর্তন।
হাত পা ধুইয়েছি, আদর করেছি, খাইয়েছি-
নিজেকে অনাহারী অর্ধাহারী রেখে,
আজ আমি নিজেই নিজেরটা ধুই।


ভোগের রাজ্যে নিত্য অবগাহন, চোখে মুখে আনন্দের জলরাশি
অনাগত উন্নতির হাতছানি সম্মুখপানে
নক্ষত্রপুঞ্জ অবদি দৃষ্টি প্রসারিত
কিষ্কিন্ধায় বসবাস প্রেয়সীর হাত ধরে
প্রাসাদোপম কুঞ্জে ঠাঁই নেই তুচ্ছের।
দৃষ্টিসীমায় সব কিছুই বিদ্যমান, সে আগের মতোই,
দেখিস্ না শুধু জন্মদাতা জন্মদাত্রীকে।


জননীর পদতলে সমাসীন বেহেস্তখানা,
বোধহয় তোদের অপছন্দ, লাগবে না ওটা।
সময় ঘনিয়ে একদিন বৃদ্ধ হবি বাবা,
হয়ত তখন থাকব আমি ঐ দূর দেশে, অমর্তলোকে
কিংবা রোদসী মাঝে বসবাস স্বর্গীয় দূতের সাথে
কোথায় থাকবি তখন, তোকে যে দেখভালের কেউ রইল না,
সে আক্ষেপে মরি বাবা!



পুলিশ সুপার (কমান্ডার)
ইউএন শান্তি মিশন
মালি (আফ্রিকা)
০১/০৩/২০১৭ খ্রিঃ।