এখনো মনে পড়ে সেই কথা
হয়তো ভুলে গেছো তুমি
আকাশে চাঁদ ওঠে জোছনা ছড়ায়
অপলক দৃষ্টিতে দেখি আমি তোমার রূপ ছায়ায়
স্মৃতিতে অম্লান, আগের মতো নেই শুধু তুমি।


শিশির ভেজা ভোরে রোদেলা দুপুরে খেলার মেলা
বারান্দায় বৃষ্টিতে ভিজে ভিজে জল খেলা
নগ্ন পায়ে পানি ছিটিয়ে খুনশুটি করা
আজও বৃষ্টি হয় জল খেলাটা আর হয় না
ডুবে আছো বিস্মৃতির মাঝে অল্পতেই, আমি নই।


গাড়ি নিয়ে প্রতীক্ষায় থাকা পানি নামার আশায়
আজও জোয়ারে ভাসে রাস্তাখানা, শুকোয় ভাটার টানে
জামালপুরের ইউ আকৃতির সেই সড়কটা তেমনি আছে
নাই শুধু অপেক্ষা ভালবাসার জোয়ার ভাটা
হৃদয় শুকিয়ে আজ শূন্য মরুভূমি।


পুলঘাটার ব্রিজে কতো দিন কেটেছে অবহেলায়
বাইক নিয়ে আসবে তুমি, বসে থাকতাম খোলা চুলে
কখনো অতিক্রম করে যেতে আমায় অজান্তে
ফোন করে ডেকে আনতাম মনের আলয় নিরালায়
ব্রিজটা তেমনি আছে শুধু নেই ফোনের চাওয়াখানা।


কাজের ফাঁকে ফোন দিতে
"কই তুমি?" ভণিতা নেই জড়তা নেই
কুশল নেই, আবেগহীন আবেগী কথা,
কানে বাজতো রিনিঝিনি মধুময় মিঠা
ফোন আর আসে না স্বাদের আসাদনে অতৃপ্তি।


বসন্ত বাতাসে ফাগুন আসে নববর্ষ আসে
ঈদ পার্বণ নবান্ন বইমেলা আসে যায়
বছরে একবার আসে আবির্ভাব দিন
নাই কেবলি তুমি, পাইনা অস্পর্শ ছোঁয়া
নিঃসঙ্গতায় কাটে আমার উৎকর্ষ দিনগুলো।


অনেক সাধনা করেছি বিস্মৃত হতে পারি নি
ক্ষণে ক্ষণে পলে পলে দন্ডে দণ্ডে
মনে পড়ে তোমায় অবিরত অনুক্ষণ
নিশীথ অন্ধকারে নির্জনে চোখ দুটো মুদি
জোছনা আমার পর হলো যেমন হয়েছো তুমি।



পুলিশ সুপার (কমান্ডার)
ইউএন শান্তি মিশন
মালি (আফ্রিকা)
০৭/০৩/২০১৭ খ্রিঃ।