ক্ষণিক সময়ের অতিথি তুমি
আমি রুপজীবিনী প্রেয়সী,
দু'দণ্ড শান্তি পাও তুমি
নিজের শান্তি হয় বাসি।
নিষিদ্ধ ভালবাসার পসরা বসাই
নিত্য নয়া নাগর আসে সহসাই।


সামাজে তোমার অনেক বড় মুখ
তোমার মুখ আমার পদতলে,
সকলের পদতলে আমার সুখ
বয়ে বড়াই কলঙ্কের টিকা কপালে।
স্বস্তি শেষে বেরিয়ে যাও পথে ঘাটে
আমি পড়ে রই বন্দি খাঁচায় সেঁটে।


নিন্দার কাঁটায় ক্ষত বিক্ষত হৃদয়
তবু আছি আকড়ে নিষিদ্ধ পল্লিতে,
জন্ম ছিল আমার আলোয় আলোয়
যদিও জীবন কাটে ঘোর অন্ধকারে।
সমাজে অপাঙক্তেয় অচ্ছুত নেই স্বীকৃতি
পাই না বেঁচে থাকার ন্যূনতম অধিকৃতি।


কত জনে শান্তির খোঁজে ছোটে
স্বস্তির খোঁজে আমার পাশে,
খাঁচায় বন্দি কোনো পাখির ঠোঁটে
ছটফটিয়ে মরি মুক্তির আশে।
মুক্তি মেলে না তবু-
অন্ধকার ঘরের শুরু আছে, শেষ হয় না কভু।


(উৎসর্গঃ "বিশ্ব নারী দিবস" উপলক্ষ্যে বিশ্বে অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত সকল নারীদের প্রতি।)


পুলিশ সুপার (কমান্ডার)
ইউএন শান্তি মিশন
মালি (আফ্রিকা)
০৮/০৩/২০১৭ খ্রিঃ।