পঁচিশ টাকায় দই খাবো না,
লাচ্ছি আমার চাই ভাই,
খেতে ভীষণ মজা লাগে
আশি টাকায়ও কষ্ট নাই।


আড়াইশো টাকায় এক রানের
টিক্কা খেয়ে খুব খুশি,
দেড়শো টাকায় একটা মুরগি
মনটা বেজায় অখুশি।


চল্লিশ টাকায় আইসক্রিম পাই
তাও আমি খাবো না,
একশ' টাকায় অর্ধেক খাবো
ম্যাংগো ফ্লেভার ছাড়বো না।


বাসে উঠলে নামেন তিনি
নিজের বাড়ির সামনে,
অন্যে নামলে বলেন তিনি
বাস কি কিনে ফেলছে?


স্কুলের বেতন চল্লিশ হলে
অনেক বেশি হয়ে যায়,
কোচিং ফি এক হাজারেও
এটা কোনো ব্যাপার নয়।


হাজার মানুষ খাইয়ে বিয়ে
লক্ষ টাকা বিল দাও,
বাবুর্চির বিল দেয়ার সময়
একশ' টাকা কম নাও!


এক ভরা পেট খেয়ে মোরা
মেদ কমাতে দৌড়াই
রেস্তোরাতেঁ টিপস দিয়ে
রিক্সা ভাড়ায় ধমকাই।


আসল পথে পাসপোর্ট চাইলে
হয়তো তাহা মিলবে না,
অসৎ পথে চাইলে পেতে
তিন দিনও লাগবে না।


স্মারকলিপি অনশনে
দাবি পূরণ হবে না,
গাড়ি জ্বালাও মানুষ পোড়াও
ঘন্টা খানেকও লাগবে না।


উলটা সিধা চললে ভবে
সব কিছু ভাই পাওয়া যায়,
উচিত কথা কইতে গেলে
মান সম্মান সবি যায়।



ইউএন শান্তি মিশন
কমান্ডার, মালি
১৩/০৩/২০১৭ খ্রিঃ।