অনেক কষ্ট করেছো জঠরধারী মা
জন্ম থেকে কোলে পিঠে রেখেছো আমায়,
নিজেকে অভুক্ত রেখে আমায় দিলে যা
সে সব কথা আমাকে খুব যে ভাবায়।
তুমি মোরে রক্ত ঋণে করেছো আবদ্ধ
কখনো হবে না শোধ ভাবি সারাবেলা,
বুকে তবে দাও ঠাঁই আমি হবো শুদ্ধ
মাফ করে দাও মোরে করি যতো হেলা।


একদিন ভবে তুমি থাকবে না জানি
মা বলে ডাকবো কাকে বলে দাও মোরে
আমার যে হবে তাতে কতো পেরেশানী
এমন বান্ধব কভু জাগাবে না ভোরে।
কেঁদে কেঁদে দিবা রাতি আঁখি জল মুছি
কীভাবে বলো আমার দুঃখগুলো ঘুচি?


(সনেট)



জাতিসংঘ শান্তি মিশন
কমান্ডার, মালি
১৭/০৩/২০১৭ খ্রিঃ।