বাতাসের রব ছুটে আসে এই জানালায়
বৃষ্টির ফোঁটা ছোঁড়ে সহসাই উত্তাপ
সেই রাত আজো মনে পড়ে যায় বরষায়
পুণ্যের বোঝা বয় না তো পাপী সন্তাপ।


জানিনা আজো চোখ দুটো কীবা খুঁজে যায়,
অজানার মাঝে শেষ হয় কিছু প্রস্থান।
এই শুনশান রাত জানে না, কত রাস্তায়
নিষ্পাপ ঘুম ঘুমিয়েছে ছেঁড়া সন্তান!


কতটাই আজো জানা গেছে ওই বোবা ঋণ?
বাঁধ ভেঙে গেছে, তবু বলি ঠিকঠাক সব
বন্যায় তার মাটি ভাসে প্রতিবাদহীন
ঠিক থাকাটাই হোক তবে আজ বিক্ষোভ!


বাতাসের রবে চেয়ে দেখি, আকাশের ঝড়
ঠিক যেন হাহাকার করা পাপী সন্তাপ
মানুষের চোখে বাঁধা আছে আয়নার ঘর
রূক্ষতা আর মায়া মুখে আঁকে জলছাপ!


সেই ঝড়ে ভিঁজে একাকার - তিয়াসের বুক
শহরের দুখে ফুটপাতে জমা তাড়না,
অদেখা কোনো জীবনের স্বাদে বহু সুখ
পোড়া মাটি আর জমিনের খোঁজ করে না !


বাতাসের রব ছুটে আসে মোর জানালায়
তোলপাড় করা গল্পের কূল থাকে না,
সন্তাপ হাসে জলছাপে বোনা আয়নায়,
শ্বেত পায়রার মুখে ভেসে চলে ঠিকানা!