ছড়িয়ে যে দিন যাচ্ছে সব
রং ছড়ালো বর্ণহীন
চোখের যেসব বোদ্ধা কোষ
কোথায় তারা অন্তরীণ?


কোথায় তাদের স্বপ্ন ঝোঁক
কোথায় চিবুক চূর্ণ জ্ঞান?
মেধার ঘায়ে ঘায়েল পেট
অস্তিত্বের সংকুলান!


রং নিয়ে ঐ ছুটছে সব
বর্ণহীনা মাথার তোড়
ঘায়েল পেটের সন্তোষে
বাড়তে থাকে বক্ষ জোর!


মূর্তমানের সান্ত্বনায়
বোদ্ধা কোষের স্ফুরণ চায়
অস্তিত্বের বুনন খোঁপ
দিগন্তের ঐ কেতন গায়।