আমার চোখেতে বিস্ময় ভরা স্মৃতি
আমার দুচোখ মাটিতে আটকে রয়
কখনো দুচোখ আগলে রেখেছে সব,
চোখে সেঁটে থাকে দেখা, না দেখার ভয়।


আমার দুচোখ বয়ে এনেছিল স্রোত
সেই স্রোত পথে ছিল না তো সংকোচ
চোখ বুড়ো হলে সংকোচ বেড়ে যায়
আরো বেড়ে যায় ফাঁকা জীবনের খোঁজ!


আমার চোখেতে লাল নীল ছবি আঁকা
সামাজিক চোখ বদ্ধতা খুঁজে রাখ্,
আলাপচারিতা সজাগ দৃষ্টি মাঝে,
চুপ প্রাঞ্জল দিগন্ত খুলে যাক্!


দেখা না দেখার দ্বিধা এঁকে দিয়ে সেই
চোখ জুড়ে স্রোত বদ্ধ লুকিয়ে রয়,
পাঁজরের নিঃশ্বাস গহীনের চরে
সে আজো শুধু বিশ্বাসে হেসে যায়।


বিচ্ছিন্নতা মিশে যায় মাটিতে
নরম শেকড় টাঙিয়েছে শামিয়ানা
স্বপ্নতে যেই যুগ্ম শহর ঠাঁসা
কুঁকড়ে থাকে সে শহরের জানাশোনা!