সাধটা যেমন স্বপ্ন হয়ে চোখের পর
আটকে থাকে, জ্বলন বাড়ায় আড়ম্বর
ক্লান্ত মুখে আঁধার খোঁজা প্রান্তরে
শ্বাসের গহীন শেষ সমীরের যাপন ঝড়!


চাবুক মেরে মধ্য গগন হারিয়ে যায়
একলা হুতাশ ভুবন জুড়ে কী হাতায়?
সাধের হিসেব হাতের নাগাল একটু দূর
হাতের মাঝেই হিসেব হঠাৎ মিলিয়ে যায়!


বৃত্তখেলা চোখের ওপর খেলছে খুব
চোখের ধুলোয় পড়ছে চাপা বৃত্তটা
চক্রে পড়া সম্ভাবনায় দিচ্ছে ডুব
সর্ষেফুলের মাঠ পেরোনোর বিশ্বটা!


জ্বলন বাড়ে, পাগল হাসে নিরন্তর
মধ্য গগন হুতাশ লুফে নিচ্ছে না,
দিনের শেষে ঝড় লুকানোর তেপান্তর
ঠিক অবিকল ঘায়েল সাধের প্রার্থনা!


১৯/১২/২৩