অনেক উঁচু ছোঁয়ার পরে
প্রান্তদ্বারে যাবার পরে
হয়তো একটু ঝুঁকতে হয়,
আপন বুকে ফিরতে হয়,
আপন মাঝে অন্য চারা
নতুন করে বুনতে হয়।


বুনতে হয়, গড়তে হয়
বিনিসুতোয় গাঁথতে হয়
বাঁধনছাড়া চেতন গাথা
চলতি হাওয়ায় ছাড়তে হয়।


আপন অপর ভোলার জ্ঞান
বয়স দেখায় অন্য মান
চলতি গোলক বৃত্ত ছেড়ে
চতুষ্কোণে বাঁধছে প্রাণ।


কদিন পরেই শক্ত হয়
শক্ত খুঁটি যত্নে রয়
বুকে ফিরে অন্য চারায়
রৌদ্র সারের বপন হয়।


ঝুঁকে ঝুঁকে বক্ষ কাছে
মুখের ছায়া তীব্র হয়
সেথায় যেন আয়না মাঝে
প্রতিচ্ছবির যুদ্ধ হয়।


অন্য চারা সময় নেয়
সময় হাসে ভূমির গায়
চারদিকেতে হুতাশ তখন
আছড়ে পড়ে সুফল চায়!


প্রান্তদ্বারে প্রান্ত নাই
চোখের সীমায় শেষটা নাই
ভূমির গায়ে সব ছড়িয়ে
চতুষ্কোণেই হারিয়ে যাই!