আমি তো নহে নমনীয় ধার্মিক,নহে হালের তিতুমীর,সে অনেক দূরে পড়িয়া রইয়াছে আলী-ওমরের যোগ্য উত্তরসূরী।
তবু শোকর খোদার,শান্তনা(স্বান্তনা) আমার,বোধনে মগজের;অধর্মের সাথে ধর্মের পাকাইয়া ফেলিনা জগাখিচুড়ি।


কর্ণে নিহিত তামা,কদাচিৎ পড়ি নামাজ,চুরি করে খাই রমজানে,
হিন্দি ছবিতে বুঁদ হাররোজ,কোরান পড়ি নিমরোজ,
তবু প্রভু মোর আসীন রইয়াছে যথাযোগ্য সম্মানে।


কে কোন বাজিকর হারাম নাচ নাচিয়া-কুঁদিয়া মেডেল আনিলো দেশে,
সে গরবে মোর বুক ফুলিয়া যায় তিনহাত,
বলিয়া বেড়াই তাহারো সুকীর্তি(কুকীর্তি!),
তবু অধর্মকে বলিনা ধর্ম,অধর্মের বেশে।


✍️➡️২০-০৯-২০২২,১৭ঃ৫৩,মঙ্গলবার।