তোমরা যেটাকে প্রেম বলো,
প্রেমিক যুগলের লোকদেখানো প্রণয়!


তোমরা যেটাকে পরিণয় বলো,
কত রংঢং শেষে,চক্ষুলজ্জা খেয়ে,সিঁথি তে সিঁদুর দেওয়া।


আমি সেটাকে বলিনা প্রেম-ভালোবাসা,
                              এতো নিছক মিথ্যে অভিনয়।


আমার কাছে প্রেম সে-তো এক স্বর্গীয় উপহার,
              কুঁচকানো চামড়ার মিতালি,
মোটা কাচের চশমার এক সুন্দর উপসংহার।


আমার কাছে প্রেম সে-তো,
               সন্তানের ক্ষুধা মেটাতে,
               দুঃখিনী মায়ের তিনবেলা অনাহার।
বোনের জন্য ভাইয়ের মেলা থেকে আনা,
                              ছোট্ট মাটির পুতুল।


আমার কাছে পরিণয় সে-তো,
সংসারের প্রতিটি ভাঁজের আড়ালে
              লুকানো প্রেমের শুভ্রতা।
স্বল্প বেতনের স্বামীর সানন্দে মেটানো,
                            সব ক্ষুদ ক্ষুদ্র আবদার।


থামো তবে সব এবার,
                   পাল্টে ফেলো সব সংজ্ঞা,
ঝেঁড়ে ফেলো সব ভণ্ডামি।
ধরায় অমর প্রেমের চেয়ে আছে কি কিছু বেশি দামি?


✍️➡️০৩-০৮-২০২২,২০ঃ৫৮,বুধবার।