প্রতিদিন,প্রতিক্ষণ বেড়েই চলেছে দূরত্ব,
      মনের সাথে বিবেকের,
      হ্যাঁ'এর সাথে না'এর,
      তোমার সাথে আমার,
      নিজের সাথে নিজের,
ভাগ্যদেবতার কাছে আর কত অভিযোগ দিবো বলো?


শহরের প্রতিটি ইট,নিস্তব্ধ পল্লীর অমাবস্যা,
পৃথিবীর প্রতিটি আদর্শিক নীতি এখন আমার প্রতিপক্ষ।
  তারা শুধু তোমার কথায় চলে,
  না! তুমি তাদের কথায় চল;
তোমার প্রতিটি নিঃশ্বাস বিশুদ্ধ,
বিশাক্ত শ্বাসে যেখানে আমি বিচলিত!
বিচ্ছেদে বাঁধন হয়েছে শিথিল,
  তুমি বিচ্ছেদের যাতনা বুঝো কি?


তোমার অনাবিল সুখের পাশে
আমি বড্ড বেমানান।
লড়ছি প্রতিনিয়ত তাই ভাগ্যের বিরুদ্ধে,
তোমার মতো হতে।
লড়ে কেউ হারেনি কভু,
    হয়তো হয়েছে বিনাশ,
নাহয় হারিয়েছে অধিকার।
অপেক্ষায় আছি তবে,নতুন এক সীমানার।


✍️➡️ ২৫-০৭-২০২২,২২ঃ৩৮,সোমবার।