ঘড়ির পেন্ডুলাম,ঘুরন্ত পাখা,
আধখাওয়া সিগারেট,
কিংবা
বহুদিন শ্যাম্পু না করা চুল।।

কাকডাকা ভোর,কোঁকড়ানো শার্ট,
বাসি ভাত,টংয়ের চা,
এলোমেলো বোতামে রোজ হয় একই ভুল।।

বাসের শেষ সারির সিট,রাস্তায় ভীষণ ট্রাফিক,
অফিসে বসের রোজকার বকা
হোটেলে ডালভাত,বেনসনে সুখটান,
রোজ পত্রিকায় নতুন চাকরি খোঁজা।

রাতে খাওয়া হয়েছে কবে ঠিকঠাক?
বাসায় পৌঁছেই ঘুমমমম!!
মাঝরাতে ঘুম ভাঙা,মশার জ্বালাতন,
ফের নোংরা বালিশেই চোখ বোজা।।

মাসে দুয়েকটা ইন্টারভিউ,
ঘুরেফিরে পুরনো অফিস,
বাড়িওয়ালার হুমকি,এইতো চলছে বেশ;

বাবার ঔষধটা কেনা বাকি,
ছোটকুর টিউশন ফি,বোনটা হচ্ছে বড়,
কবে ফিরবে সুখ,কবে হবে এর শেষ?
এইতো চলছেই জীবন,চলছে বেশশশ!!

✍️➡️ ২৫-০৭-২০২২,১২ঃ১৯,সোমবার।