“তা হে, যাচ্ছো কোথা পরেশ?
দিনকাল যা চলছে,রোদ্দুরের তাপ বেশ!
পোটলা-পুটলি কম দেখছিনা,ব্যাপার কি বলো?
কোথায় আবার লটারি পেলে,কত আনা ষোলো?”


“আজ্ঞেঃ বাবু,গয়া যাবো,সাধ্যে যদি কুলায়।
পিন্ডটা এবার দিয়েই আসবো,সময় যদি ফুরায়?
এ আর নিলাম কি বাবু? কি বলেন, হায়!!
দুই ঘটি ঘি আর তিন পুটলি ছাই।”


“ইশ! ভগবান! তোমার বাড়ি মরলো কে আবার?
দাহ ও সমাপ্ত? শুনিনি তো? কি আজব কারবার!
তা বাপু শ্রাদ্ধ কবে? নেমন্তন্ন আমার চাই-ই।
কচি পাঁঠার ঝোল দিয়ে কাতলা মাছের ঘাই।
কি এক স্বাদ রে ভাই,আয় হায় হায়!!!”


”আজ্ঞেঃ যা ভাবছেন ভুল,বাবু! কেউ মরেনি এবার।
মরবো আমি স্বয়ং নিজেই,মরা যে খুব দরকার।
দেনা শুধু বেড়েই চলেছে,থামছেনা আর লাগাম,
ভিটেমাটিও বিক্রি করে পোষাচ্ছেনা তার দাম।
আপনারা বাবু কর্তা মশাই,এ তল্লাটের জমিদার,
দেনার কর্জ মওকুফ চাইবো,এ কি মামাবাড়ির আবদার?
তাই,পিন্ডি চটকানোতে পিণ্ড দানে,গয়ার উদ্দেশ্যে যাত্রা,
তাতে যদি পাপ মোচন হয়,কমে শাস্তির মাত্রা।”


“তোমার মুখটা বোধহয় চলছে ভালোই,পরেশ।
পাওনা আমার আদায় না করে,ছাড়ছো না বাপু দেশ।
আরে! কে কোথায় আছিস? ধরতো তবে ব্যাটাকে,
পিঠের চামড়া ছেলিয়ে ফেল একশ চাবুক চাবকে।”


✍️➡️২৩-০৯-২০২২,০০ঃ৫৮,শুক্রবার।