বই খাতা কলম ছেড়ে এবার নামায পড়তে চল্‌;
অজুখানায় রাখা আছে আমাদের জন্য প্রয়োজনীয় পরিমাণ জল।
ভালোভাবে অজু করে বন্ধ কর্‌ কল;
সবাই এবার ঢল ধরে মসজিদের ভিতরে চল্‌।


চার রাকাত সুন্নত নামায আগে পড়ে নিই চল্‌;
কে হবে আমাদের ইমাম? এবার তোরা সবাই চিন্তা করে বল্‌।
আরে আরে, এ যে মসজিদ, তোরা করছিস্‌ কেন এত কোলাহল?
তাবেঈন হবে আমাদের ইমাম, এই দাঁড়াল পরিশেষের ফল।


তাবেঈন, তুই এত আস্তে পড়েছিস্‌ সালাম ও শুনি নাই;
আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভাই।(ত)
বাদ দে, এখন বাকি নামায গুলো তাড়াতাড়ি করে গাই;(র)
বাজে দেখি ১২.৫০, শিক্ষক কি আমাদের কক্ষে দিবেন ঠাই।


তাশদীদ অনেক ক্ষুধা লেগেছে, চল্‌ নাস্তার দোকানে যাই;(ত)
ঘড়ি দেখ্‌, ৫৫ বাজে, এখন তো আর সময় নাই।
৬ টা বাজে ভাত খেয়েছি, চল্‌না কিছু খাই;(ত)
আচ্ছা ঠিকাছে, তাহলে আমরা সবাই তাড়াতাড়ি করে পা চালিয়ে দোকানের দিকে যাই।


কি খাবি তোরা, আছে সিঙ্গারা, আর তো কিছু নাই;
অসুবিধা নাই, চল্‌, সিঙ্গারা দিয়েই আজকের মধ্যাহ্নের ভোজ টা চালাই।(র)
এই বাবারা, কি খাইবা তোমরা, তোমাদের কি চাই?(দ)
আমাদের সকলকে দুইটা করে সিঙ্গারা দেন তো ভাই।


ঐ রনি, গোগ্রাসে গিল, এখন চিবিয়ে খাওয়ার সময় নাই;
আরে বেটা দাড়া, ভয় পাচ্ছিস্‌ কেন, কিছু হবে না, আমরা সবাই ধীরে ধীরেই খাই।(র)
ঐ আমার শেষ, চল তাহলে এবার, মহাবিদ্যালয়ের দিকে যাই;(ত)
যাই মানে? সময় দেখেছিস্‌, দাড়া টাকাটা দিয়ে নিই, চল্‌ এবার তাহলে আমরা সবাই দৌড়াই।


আস্‌সালামুয়ালাইকুম,
কি ব্যাপার, এতক্ষণ তোমরা কোথায় কোথায় ছিলা?(শ)
গিয়েছিলাম মশাই, পরিদর্শন করতে আল্লাহ তা’আলার ভিলা।
আচ্ছা যাও, জায়গায় গিয়ে বসো, মুখে দিয়ে তালা;(শ)
চল্‌ তাবেঈন-রনি, বসি ঐদিকে গিয়ে, আর খুলে দিই মনের জানালা।