খোলা চোখে পৃথিবীটাকে দেখতে চাই,
কিন্তু এখন কি তা আর সম্ভব?
খোলা চোখে বাতাসের ঝাঁপটাকে অনুভব করতে চাই,
কিন্তু এখন কি তা আর সম্ভব?
খোলা চোখে অশ্রুসিক্ত চোখকে মুছতে চাই,
কিন্তু এখন কি তার আর সম্ভব?
জানি পাঠক বলছে সম্ভব,
কিন্তু বাস্তবে তা অসম্ভব।


খোলা চোখে দেখতে চাই পঞ্চম শ্রেণির সেই ছেলেটির কল্পনা,
কিন্তু এখন কি তা আর সম্ভব?
খোলা চোখে পড়তে চাই মা-বাবার সেই অকৃত্রিম ভালোবাসা,
কিন্তু এখন কি তা আর সম্ভব?
খোলা চোখে আঁকতে চাই গহিন মনের ভাবনাগুলোর আলপনা,
কিন্তু এখন কি তা আর সম্ভব?
খোলা চোখে এড়াতে চাই অদূর ভবিষ্যতে অনাগত সর্বনাশা।
কিন্তু এসব আবেগের কথা,
বাস্তবতা যে বলে ভিন্ন প্রথা।


পারবোনা, আমি পারিনি,
তাই শূন্য থালা হাতে,
রয়ে গেলাম অগোচরে।